Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৬-৩-২০২৩, সময়ঃ বিকাল ০৫:২৭

এসকেএস স্কুল এ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ 

এসকেএস স্কুল এ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ 

নিজস্ব প্রতিবেদক  ►

এসকেএস স্কুল এ্যান্ড কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে বরণ করা হয়। 

আজ সোমবার উত্তর হরিণ সিংহাস্থ প্রতিষ্ঠানের মাঠে এসকেএস স্কুল এ্যান্ড কলেজের উপাধাক্ষ্য ড. অনামিকা সাহার সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শরীফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোছা: রোকসানা বেগম এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাজহারউল মান্নান।

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষা জীবনে উচ্চ মাধ্যমিক পর্যায়ের গুরুত্ব তুলে ধরেন। সকলকে নৈতিক, মানবিক মানুষ হওয়ার আহ্বান জানান। বক্তারা শিক্ষার্থীদের অধ্যবসায়ী হওয়ার জন্য উপদেশ দেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad